ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনারগাঁওয়ে দু’পক্ষের সংর্ঘষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, এপ্রিল ২, ২০১৮
সোনারগাঁওয়ে দু’পক্ষের সংর্ঘষে আহত ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

সোমবার (০২ এপ্রিল) দুপুরে ইউনিয়নের সেকেটহাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের সেটেরহাট গ্রামের জজ মিয়ার ও পাশ্ববর্তী লোকমান হেকিমের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধে জের ধরে দুপুরে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠিসোটা, দা, বল্লম ও লোহার রড নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের রাশিদা, নাসিমা, সোলায়মান, ইউসুফ, শরিফ, নেছারউদ্দিন, নূর বানু, রুবি, তাসলিমা ও হিমেলসহ ১৫ জন আহত হয়।  

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নেছারউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এ ঘটনায় সোলায়মান অভিযোগ করে বলেন, আমাদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে জজমিয়া ও তার লোকজন। এতে বাধা দেওয়ায় আমাদের পিটিয়ে আহত করে।
 
অপরদিকে, জজ মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাদের জমি সোলায়মান ও তার ভাইয়েরা দখল করতে আসেন। এ সময় আমাদের পিটিয়ে আহত করে।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বাংলানিউজকে  বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ