ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বাগেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, এপ্রিল ২, ২০১৮
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বাগেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বাগেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমন উপলক্ষে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

সোমবার (২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা-মোংলা মহাসড়কের দু’পাশের ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও অভিযানে প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করা হয়।

সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বাংলানিউজকে বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মোংলার দ্বিগরাজ থেকে খুদির বটতলা পর্যন্ত পাকা-আধাপাকা সকল প্রকার অবৈধ স্থপনা ভেঙে দেয়া হয়েছে। এ উচ্ছেদের ফলে রাস্তার পাশ সম্প্রসারিত হয়েছে। এরফলে দুর্ঘটনা কমবে।  

এসময় সওজ খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (যুগ্ন সচিব) মো. শরিফুল ইসলাম, সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ ডাকুয়া, উপ-সহকারী প্রকৌশলী সোয়েব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী নুর এ আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. আ. রাজ্জাক ও সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ