সোমবার (০২ এপ্রিল) র্যাব সদর দফতরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশের মেধাবী শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এইচএসি পরীক্ষায় দেশের কয়েক লাখ শিক্ষার্থী আজ অংশ নিয়েছেন। এ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণা। আমরা বিভিন্ন সময় তদন্ত করে দেখেছি, প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা আদায় করছে প্রতারকরা। আমি পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করব, দয়া করে কেউ প্রতারণার এ ফাঁদে পা দেবেন না।
তিনি আরো বলেন, গতবার একটি ছেলে ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, প্রশ্ন ফাঁস করব, পারলে ঠেকাও। তার বিষয়ে আমার ব্যক্তিগত আগ্রহ রয়েছে। তিনি কে? তাকে খুঁজে বের করা হবে।
র্যাবের ডিজি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে বিভিন্ন পেশার মানুষ জড়িত। শিক্ষকরা নিজেরাই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এটা খুবই লজ্জার, যখন দেখি এক শ্রেণির শিক্ষকও ফাঁসের সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমএসি/টিএ