সোমবার (০২ এপ্রিল) মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ এ সহযোগিতা চায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ’র আমন্ত্রণে রোববার (০১ এপ্রিল) দুই দিনের রাশিয়া সফরে যান পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী।
সফরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী সমস্যার বিষয়টি বাংলাদেশের দিক থেকে উত্থাপন করে তার সমাধানে রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
কেজেড/টিএ