ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, এপ্রিল ২, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে কফি আন্নান কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার (০২ এপ্রিল) মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ এ সহযোগিতা চায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ’র আমন্ত্রণে রোববার (০১ এপ্রিল) দুই দিনের রাশিয়া সফরে যান পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী।

সফরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী সমস্যার বিষয়টি বাংলাদেশের দিক থেকে উত্থাপন করে তার সমাধানে রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
কেজেড/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ