সোমবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাকে অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মেডেল অব ডিসটিংশন’ ভূষিত করায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
গত ৮ মার্চ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নরেশ আগারওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মানবতার কল্যাণে বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ ‘মেডেল অব ডিসটিংশন’ সম্মাননা দেন।
নরেশ আগারওয়াল দরিদ্র, অসহায় বিশেষ করে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রীর মানবিক গুণাবলীর ভূয়শী প্রশংসা করেন।
আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক প্রধানমন্ত্রীর মানবিক গুণের জন্য ইতোপূর্বে তাকে মাদার অব হিউম্যানিটি স্বীকৃতি দেওয়া হয়েছে, সে কথাও আগারওয়াল স্মরণ করেন বলে জানান সচিব।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআইএইচ/এমজেএফ