ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, এপ্রিল ২, ২০১৮
সাভারে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১

সাভার (ঢাকা): সাভারে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে রুস্তম (৩০) নামে যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে সাভারের ভার্কুতা হিন্দুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বাংলানিউজকে জানান, বাকপ্রতিবন্ধী এক নারী মায়ের উপর রাগ করে শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে এক আত্মীর বাসায় যান।

এই সুযোগে ওই এলাকার দুই বখাটে যুবক তাকে রাতে নির্জন স্থানে নিয়ে জোড় করে ধর্ষণ করে পালিয়ে যান।  

বিষয়টি জানাজানি হলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুস্তম নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকপ্রতিবন্ধী ওই নারীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) সওগাতুল।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ