রোববার (১ এপ্রিল) বিকেলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-২৭) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০.৫২ মিনিটে ০১৭৭৭৯২০৭৩৫ নম্বর থেকে ডা. নবিউর রহমানকে ফোন করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম করে ১৪ লাখ টাকা দাবি করা হয়।
হুমকিদাতা সর্বশেষ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় ডা. নবিউর রহমানকে অশ্লিল ভাষায় গালমন্দ করেন। প্রায় ১১ মিনিট কথোপকথনে অনেক বার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জিডির বিষয়ে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএ