ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হাসপাতালে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, আগস্ট ২৫, ২০২৫
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হাসপাতালে  ফাইল ফটো

ঢাকা: জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‌ তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২৫ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর পৌনে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হয়। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠান আদালত।

এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ