ঢাকা: সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা মামলায় দীর্ঘদিন পলাতক এজাহারভুক্ত আসামি গোলাম আহমেদ সাব্বিরকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় সাব্বিরকে গ্রেপ্তার করে সিআইডি রংপুর মেট্রো অ্যান্ড জেলা পুলিশের একটি টিম।
জসীম উদ্দিন খান আরও জানান, গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলে মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলী তাকে মোট ৪০ লাখ টাকা দেন। এর মধ্যে নগদ দেয় ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা অভিযুক্তের নামে খোলা আল-আরাফা ইসলামী ব্যাংকের একাউন্টে জমা দেওয়া হয়। অর্থ গ্রহণের পর ভুক্তভোগীদের কাছে সে ভুয়া নিয়োগপত্র সরবরাহ করে। আব্দুস সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক পদে এবং রায়হান আলীকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপত্র দুটি জাল প্রমাণ হয়।
এ ঘটনায় প্রতারিত ভুক্তভোগীরা রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় সাব্বিরকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন বলে জানান তিনি।
সিআইডির এ কর্মকর্তা আরও বলেন, তদন্তে দেখা যায়, অভিযুক্তের কোনো স্থায়ী ঠিকানা নেই। রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে তার পূর্বপুরুষের বাড়ি থাকলেও প্রায় ২৫-৩০ বছর আগে পরিবারসহ সেখান থেকে সরে যান। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে অভিযুক্ত গোলাম আহমেদ সাব্বির পলাতক ছিলেন এবং ঠিকানা পরিবর্তন করে আত্মগোপন করেছিলেন। কিন্তু এ অভিযানে, সিআইডি রংপুর মেট্রো অ্যান্ড জেলা পুলিশের একটি বিশেষ টিম মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসসি/জেএইচ