প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সভায় অংশ নিতেই তার অস্ট্রেলিয়া সফর।
২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সামিটটি হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকে ঘিরে বিভিন্ন কাজ করছে।
সামিটে অংশ নেয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
কেজেড/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।