ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে প্রাইভেট হাসপাতালে সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, এপ্রিল ১, ২০১৮
দৌলতপুরে প্রাইভেট হাসপাতালে সিলগালা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে তামিম প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে রোগির মৃত্যুর অভিযোগে হাসপাতালটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। 

রোববার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকুণ্ডি বাজারের এ হাসপাতালটি সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।  

জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, স্থানীয়দের অভিযোগ- ওই হাসপাতালে গত দুই বছরে ছয়টি রোগি ভুল অপারেশনের কারণে মারা গেছেন।

২৮ মার্চ হাসপাতালের মালিক ও তার স্ত্রী দুজন মিলে একটি অপারেশন করেন। এরপর অতিরিক্ত রক্ত ক্ষরণে রোগিটি মারা যায়। ওই অভিযোগের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ভুল অপারেশনে রোগির মৃত্যু এবং হাসপাতালের বৈধ কোন কাগজপত্র না দেখানোর কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।