ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগামীতে প্রাথমিকে এমসিকিউ পদ্ধতি থাকবে না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, এপ্রিল ১, ২০১৮
আগামীতে প্রাথমিকে এমসিকিউ পদ্ধতি থাকবে না ফাইল ফটো

ঢাকা: নকল প্রতিরোধে আগামীতে প্রাথমিকে এমসিকিউ পদ্ধতি আর থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি।

রোববার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভার পর বাংলানিউজকে তিনি এ কথা জানান।

সভায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা হয়।

এসময় সামগ্রিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশ্নপত্রের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার হওয়ার তাগিদ দেওয়া হয়। কমিটির সদস্যরা প্রশ্নমালা থেকে এমসিকিউ প্রশ্ন পদ্ধতি বাদ দিয়ে বিকল্প উপায়ে প্রশ্নপত্র প্রণয়নের সুপারিশ করে।

এছাড়াও সভায় প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষকদের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও কমিটির শিক্ষা সফর নিয়ে আলোচনা হয়। এসময় কমিটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষকদের অধিকতর তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদানের জন্য সুপারিশ করে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি।

এসময় কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, মো. নজুরুল ইসলাম বাবু এমপি, মো. আবুল কালাম এমপি, আলী আজম এমপি, মোহাম্মদ ইলিয়াছ এমপি এবং উম্মে রাজিয়া কাজল এমপিসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।