রোববার (০১ এপ্রিল) হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই বাসের চালক সুমন (৩৩) ও হেলপার ফারুক আলম।
গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়া এভিনিউর পূর্ব প্রান্তে ওই বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ১৩০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সিমসহ চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে বাসটিও জব্দ করা হয়।
বিকেলে র্যাব-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএসি/এসআরএস