ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, এপ্রিল ১, ২০১৮
রাজধানীতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২ 

ঢাকা: রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-২ এর সদস্যরা।

রোববার (০১ এপ্রিল) হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই বাসের চালক সুমন (৩৩) ও হেলপার ফারুক আলম।

 

গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়া এভিনিউর পূর্ব প্রান্তে ওই বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ১৩০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সিমসহ চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে বাসটিও জব্দ করা হয়।

বিকেলে র‌্যাব-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।