পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বন বিভাগ গাছের চারা উৎপাদন করে আগামী জুনে বিতরণ করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
এ উপলক্ষে সোমবার (০২ এপ্রিল) বিকেল ৩টায় সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমআইএইচ/এসএইচ