ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শহীদদের স্মরণে ৩০ লাখ গাছের চারা বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, এপ্রিল ১, ২০১৮
শহীদদের স্মরণে ৩০ লাখ গাছের চারা বিতরণ মুক্তিযুদ্ধের প্রতীকী ছবি

ঢাকা: মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদানের স্মরণে সারা দেশের বিদ্যালয়গুলোতে ৩০ লাখ গাছের চারা বিতরণ করবে সরকার।


 পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
 
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বন বিভাগ গাছের চারা উৎপাদন করে আগামী জুনে বিতরণ করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

 
 
এ উপলক্ষে সোমবার (০২ এপ্রিল) বিকেল ৩টায় সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
 
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ