রোববার (০১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের আয়োজনে ‘প্রেজেন্টেশন অন অফিস অটোমোশন’ শীর্ষক কর্মশালায় বক্তৃতাকালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ কথা জানান।
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রযুক্তিকে সহজভাবে গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তিকে সহজভাবে গ্রহণ করার জন্য আমাদের মাইন্ড সেট পরিবর্তন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে না পারলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ রহমানের পরিচালনায় কর্মশালা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
ইউজি/এএটি