ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

’২০ সালের মধ্যে যবিপ্রবির সব কার্যক্রম প্রযুক্তিনির্ভর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ১, ২০১৮
’২০ সালের মধ্যে যবিপ্রবির সব কার্যক্রম প্রযুক্তিনির্ভর কর্মশালা। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) ২০২০ সালের মধ্যে প্রশাসনিক সব কার্যক্রম পরিচালিত হবে প্রযুক্তিনির্ভর, ডিজিটাইলজড পদ্ধতিতে। এমনকি সব ধরনের কার্যক্রমও হবে কাগজবিহীন।

রোববার (০১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের আয়োজনে ‘প্রেজেন্টেশন অন অফিস অটোমোশন’ শীর্ষক কর্মশালায় বক্তৃতাকালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ কথা জানান।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এখানকার কার্যক্রম আধুনিক প্রযুক্তিনির্ভর হওয়া উচিত। গুরুত্বের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগ, দফতরকে ডিজিটালাইজড করা হবে। এজন্য আমাদের কিছু প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির অংশ হিসেবে এই অফিস অটোমোশন কর্মশালা করা হচ্ছে। ’

প্রযুক্তিকে সহজভাবে গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তিকে সহজভাবে গ্রহণ করার জন্য আমাদের মাইন্ড সেট পরিবর্তন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে না পারলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ রহমানের পরিচালনায় কর্মশালা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ