গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল। ফাইল ছবি
ঢাকা: বিজিএমইএ দায়ের করা মামলায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ ৭ জন শ্রমিক নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
রোববার (১ এপ্রিল) বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখ্তার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শ্যামা এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক রায় এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
নেতারা বলেন, গত ২৯ জানুয়ারি রামপুরার আশিয়ানা গার্মেন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
৩০ জানুয়ারি শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখে আন্দোলনে নামে। গার্মেন্টস খোলার দাবিতে ৩১ জানুয়ারি গার্মেন্টস শ্রমিক ট্রেড কেন্দ্রের উদ্যোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে স্মারকলিপি প্রদান ও বিজিএমই ভবনের সামনে সমাবেশের ঘোষণা করেন। বিজিএমই ভবনের সামনে পূর্বঘোষিত এ শ্রমিক সমাবেশের ওপর মালিক পক্ষ বাধা দেয় এবং শ্রমিকদের উসকানি দিয়ে বিজিএমই ভবন থেকে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে প্রায় ৪০জন শ্রমিককে আহত করে। ওই ঘটনার প্রেক্ষিতে বিজিএমইএ মিথ্যা মামলা করে। মামলা যে মিথ্যা তার নজির হলো ৩১ জানুয়ারির কর্মসূচিতে জলি তালুকদার অনুপস্থিত থাকলেও তাকে আসামির তালিকাভুক্ত করা হয়েছে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাদের মুক্তির দাবি জানিয়ে নেতারা আরো বলেন, জলি তালুকদার, কে এম মিন্টুসহ ৭ নেতা গ্রেফতার এমন সময় হলেন যখন পোশাক শ্রমিকদের মজুরি ১০ হাজার টাকা বেসিক এবং ১৬ হাজার টাকা গ্রস করার দাবিতে সারা দেশের শ্রমিকরা সোচ্চার।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।