আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল সালাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে শিল্পীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। রোববার (১ এপ্রিল) চিঠিটি খুলনায় পৌঁছায়।
গত ৮ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সভায় মিজানুরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করার সিদ্ধান্ত হয়।
খুলনা জেলা দায়রা জজ আদালতের পিপি কাজী আবু শাহীন বাংলানিউজকে বলেন, মন্ত্রণালয়ের চিঠির একটি অনুলিপি আমাকে দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হইয়া জানাচ্ছি যে, খুলনার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমান শিল্পীর নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ’
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০১ , ২০১৮
এমআরএম/এইচএ/