রোববার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাফিজা ওই গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে পার্শ্ববর্তী একটি মাঠে খেলা করছিল হাফিজা। একপর্যায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকা গাছে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এ সময় মেয়ের জীবন বাঁচাতে গিয়ে মালেকও আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক হাফিজাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় মালেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম অরূপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো খবর আমরা পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরবি/