শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
রহিমার স্বামীর নাম মৃত মাহাফুজ উদ্দিন। তিনি মিরপুর দারুসালাম এলাকায় তার ভাতিজা জামাল হোসেনের কাছে থাকতেন বলে জানা গেছে।
ভাতিজা জামাল বাংলানিউজকে জানান, সকালে বাসা থেকে হাটতে বের হয়ে মিরপুর মিছকো সুপার মার্কেট সংলগ্ন রাস্তায় একটি বাসের ধাক্কায় আহত হয় রহিমা। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্ত জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এজেডএস/এসআরএস