বৃহস্পতিবার (২৯ মার্চ) কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয় এসআই আসাদকে।
মঙ্গলবার (২৭ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার জেলখানা রোড এলাকায় মাদক বিক্রেতা উজ্জ্বলকে গ্রেফতার করতে গেলে আসাদুজ্জামান আসাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এ মাদক বিক্রেতা। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার (২৮ মার্চ) দুপুরে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত মাদক বিক্রেতা উজ্জ্বলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। খুব দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএএএম/জিপি