বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ র্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু। পরে র্যালিটি মুক্তাগাছা উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সংগঠনটির সভাপতি মমিনুর রহমান প্লাবন জানান, র্যালিটি ময়মনসিংহের সবকয়টি উপজেলা প্রদক্ষিণ করে আগামী ৩১ মার্চ (শনিবার) ধোবাউড়া উপজেলায় গিয়ে শেষ হবে।
যাত্রা পথে রক্তদানসহ ক্যানসার, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের সচেতনতায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তিনদিনের এই বাইসাইকেল র্যালিতে ২৫ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘন্টা, মার্চ ২৯, ২০১৮
এমএএএম/এএটি