বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা দেড়টার দিকে শহরের কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে জানান, বুধবার (২৮ মার্চ) অফিস চলাকালীন কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডতা হয়।
পথিমধ্যে কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনে পৌঁছালে ৩-৪জন মুখোধারী ব্যক্তি রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটে পড়লে মুখোশধারী ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়।
বেলা ৩টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে অস্ত্রোপচার করা হচ্ছিলো বলেও জানান টিএসআই আব্দুল আজিজ মণ্ডল।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমবিএইচ/ওএইচ/