ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় পাসপোর্ট অফিসের এডিকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, মার্চ ২৯, ২০১৮
বগুড়ায় পাসপোর্ট অফিসের এডিকে কুপিয়ে জখম আহত শাহজাহান কবির/ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) শাহজাহান কবিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা দেড়টার দিকে শহরের কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে জানান, বুধবার (২৮ মার্চ) অফিস চলাকালীন কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডতা হয়।

এরপর যথানিয়মে অফিসিয়াল কার্যক্রম শেষে পাসপোর্ট অফিসের কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কোয়ার্টার থেকে বের হয়ে রিকশায় রওনা হন।

পথিমধ্যে কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনে পৌঁছালে ৩-৪জন মুখোধারী ব্যক্তি রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটে পড়লে মুখোশধারী ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়।

বেলা ৩টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে অস্ত্রোপচার করা হচ্ছিলো বলেও জানান টিএসআই আব্দুল আজিজ মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।