ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, মার্চ ২৯, ২০১৮
করিমগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রলার ডুবির তিনদিন পর তুহিন (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চামড়া বন্দরের নাগচিন্নী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই-রাজকুন্তি গ্রামের কোহিনুর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৬ মার্চ) রাত ১টার দিকে ইটনা উপজেলার পাঁচ কাহনিয়া গ্রাম থেকে একটি শিল্পীদল ট্রলার করে বাড়ি ফিরছিলো। পথে নাগচিন্নী নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে অন্যযাত্রীরা তীরে উঠতে পারলেও শংকর ও তুহিন নামে দুইজন নিখোঁজ হন। মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা জাল ফেলে শংকরের মরদেহ উদ্ধার করা হলেও কিশোর তুহিন নিখোঁজ ছিলো। পরে বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে তুহিনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।  

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, তুহিনের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন প্রশাসনের অনুমতি আনতে পারলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।