বৃহস্পতিবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'নগরে এলাকাভিত্তিক উন্মুক্ত পাবলিক প্লেস তৈরির প্রস্তাব' শীর্ষক মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা নগরবাসীর জন্য পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের প্রয়োজনীতা কথা তুলে ধরেন।
ওর্য়াক ফর বেটার বাংলাদেশের আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রফেসর ড. সারওয়ার জাহান, পরিকল্পনাবিদ গোলাম রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহ-সভাপতি ড. আকতার মাহমুদ, ওর্য়াক ফর বেটার বাংলাদেশের পরিচালক গাউস পিয়ারি, প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন প্রমুখ।
বক্তরা বলে, সিটি করপোরেশনসহ সবার মধ্যে সবসময় মুনাফার চিন্তা। নগরবাসীর জন্য কেউ একবারও বিনোদনের কথা ভাবছেন না। নগরীতে আগের চেয়ে হাসপাতালের সংখ্যা বেড়েছে। কিন্তু হাসপাতালের চেয়েও বেশি প্রয়োজন পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান। কারণ এগুলো মানুষকে রোগ-ব্যাধি থেকে দূরে রাখে।
প্রফেসর ড. সারওয়ার জাহান বলেন, চারিদিকে তাকালে এখন বিল্ডিং আর বিল্ডিং। দিন দিন কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে এ নগর। অবসাদ দূর করার মতো জায়গার খুবই অভাব।
তিনি বলেন, সিটি করপোরেশন বা রাজউকের পার্ক উন্মুক্ত স্থান তৈরি করে দিলেও এসব তাদের একার পক্ষে পরিচালনা করা কঠিন। এজন্য এলাকাভিত্তিক কমিউনিটিগুলোকে এ দায়িত্ব নিতে হতে হবে। একইসঙ্গে পার্ক ও উন্মুক্ত স্থানে যাওয়ার জন্য জনসাধারণকে আগ্রহী করে তুলতে হবে।
প্রকৌশলী তারিক বিন ইউসুফ বলেন, পাবলিক প্লেসের জন্য যখন জায়গা বের করতে যাই, তখন জমি মালিকরা বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, জায়গা দিতে চান না। তাই শুধু আমরা চেষ্টা করলেই হবে না, সাধারণ মানুষকেও একাজে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমসি/এনএইচটি