ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নড়াইলে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, মার্চ ২৯, ২০১৮
নড়াইলে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার ৪

নড়াইল: নড়াইলের পল্লীতে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বিষয়টি জানান। এর আগে, (২৮ মার্চ) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের রাঙ্গু খা (২৭), সোহেল মল্লিক (৩০), নাইচ খা (২৬) এবং সদরের কামাল প্রতাব গ্রামের সোহেল মল্লিক (২৫)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তরা।

রোববার (২৫ মার্চ) রাত ২টার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দের নেতৃত্বে একদল পুলিশ আমাদা গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি আমাদা গ্রামের সোহেল মল্লিক, রাঙ্গু খা, নাইস খা এবং কামালপ্রতাপ গ্রামের সোহেলকে আটক করে। এসময় তাদের চিৎকারে আমাদা এবং কামালপ্রতাপ গ্রামের ৪০/৫০ জন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। হামলায় লোহাগড়া থানার এসআই গোবিন্দ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিস, এএসআই কাজী বাবুল এবং এএসআই খান বাবুল আহত হন। পরে তাদেরকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় লোহাগড়া থানার এসআই গোবিন্দ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।