বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসায় ওই কিশোরী আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আলম বাংলানিউজকে বলেন, একটি কারখানায় চাকরি করতো পিংকি। কিন্তু বর্তমানে সে কিছুই করছিলো না। বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। শহিদনগর এলাকার ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতো পিংকি।
তবে এ আত্মহত্যার কারণ জানাতে পারেনি স্বজনরা।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এজেডএস/জিপি