আটককৃতরা হলেন- লামাপুঞ্জি এলাকার কোয়ারি মালিক দেলোয়ার হোসেন ও জুয়েল আহমদ।
বুধবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে জাফলং লামাপুঞ্জি পাথর কোয়ারিতে পৃথক দুর্ঘটনায় পৃথক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (২৫) ও উসমান মিয়া (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত নাজিম গোয়াইনঘাট উপজেলার দৌবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে এবং উসমান মিয়া উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দুর্ঘটনায় বাহার মিয়া নামের আরো এক শ্রমিক আহত হয়েছেন। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোয়ারিতে লামাপুঞ্জি পাথর উত্তোলনের কাজ করতি গিয়ে নাজিম উদ্দিন নিহত হন।
এদিন সন্ধ্যার দিকে লামাপুঞ্জি ডা. শহিদের গর্তে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে মারা যান উসমান মিয়া।
বুধবার (২৮ মার্চ) দুপুরে নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি দেলোয়ার।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এএটি