ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

রামগতিতে ইউএনওর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, মার্চ ২৮, ২০১৮
রামগতিতে ইউএনওর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীর অপসারণ দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৮ মার্চ) দুপুরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ-মিছিলে শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভকারীরা জানায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক হাজার ২শ’ শিক্ষার্থী রয়েছে।

মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ করা হয়। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে বরখাস্ত করা হয়। কিন্তু ইউএনও আজগর আলীর হস্তক্ষেপে মাদ্রাসায় পূণর্বহাল হতে চাইলে কর্তৃপক্ষ তাকে গ্রহণ করেননি।

এ নিয়ে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার হিসাবের লেনদেন বন্ধ করার জন্য ব্যাংক ব্যবস্থাপককে নির্দেশ দেন ইউএনও। এর প্রতিবাদে ইউএনওর অপসারণ দাবি করে বিক্ষোভ-মিছিল করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, আমরা ইউএনওর আক্রোশের শিকার। ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় ৩৭ জন শিক্ষকদের বেতন আটকাসহ ১২শ’ এতিম শিক্ষার্থীর খাওয়া-দাওয়ার টাকা উত্তোলন করা যাচ্ছে না। মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠছে। আমরা এ সংকট নিরসন চাই।

এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী জানান, মাদ্রাসার দু’পক্ষের সমস্যার কারণে বিষয়টি তদন্তাধীন ছিলো। এ কারণে ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিলো। এখন শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা হওয়ায় ব্যাংক হিসাবটি পুনরায় চালু করার জন্য ব্যাংক ব্যবস্থাপককে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।