বুধবার (২৮ মার্চ) দুপুরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ-মিছিলে শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভকারীরা জানায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক হাজার ২শ’ শিক্ষার্থী রয়েছে।
এ নিয়ে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার হিসাবের লেনদেন বন্ধ করার জন্য ব্যাংক ব্যবস্থাপককে নির্দেশ দেন ইউএনও। এর প্রতিবাদে ইউএনওর অপসারণ দাবি করে বিক্ষোভ-মিছিল করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, আমরা ইউএনওর আক্রোশের শিকার। ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় ৩৭ জন শিক্ষকদের বেতন আটকাসহ ১২শ’ এতিম শিক্ষার্থীর খাওয়া-দাওয়ার টাকা উত্তোলন করা যাচ্ছে না। মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠছে। আমরা এ সংকট নিরসন চাই।
এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী জানান, মাদ্রাসার দু’পক্ষের সমস্যার কারণে বিষয়টি তদন্তাধীন ছিলো। এ কারণে ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিলো। এখন শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা হওয়ায় ব্যাংক হিসাবটি পুনরায় চালু করার জন্য ব্যাংক ব্যবস্থাপককে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআর/ওএইচ/