ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

ঢামেক ছাড়লেন স্বর্ণা-মেহেদী দম্পতিও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, মার্চ ২৮, ২০১৮
ঢামেক ছাড়লেন স্বর্ণা-মেহেদী দম্পতিও ঢামেক ছাড়লেন স্বর্ণা-মেহেদী দম্পতি। ছবি: বাংলানিউজ

ঢাকা: নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় আহত দম্পতি মেহেদী হাসান ও কামরুন্নাহার স্বর্ণা সুস্থ হয়ে মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন।

বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ওই দম্পতি ঢামেক হাসপাতাল ত্যাগ করেন।

তার কিছুক্ষণ আগে আহত শেখ রাশেদ রুবায়েতকেও মেডিকেলবোর্ড ছাড়পত্র দেয়।

‘সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরছি, খুবই ভালো লাগছে’ সকালে দিকে গঠিত মেডিকেলবোর্ডের সিদ্ধান্ত ক্রমে ওই তিনজনকেই ডিসকাস সার্টিফিকেট দেওয়া হয়।

ওই দম্পতির সঙ্গে থাকা স্বর্ণার ভাই পান্না বাংলানিউজকে জানান, গাজীপুর জেলার শ্রীপুরের জৈনাবাজার এলাকায় স্বর্ণার শ্বশুরবাড়ি। তাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় মেহেদী বাংলানিউজকে বলেন, ‘বাকী জীবনে যেন ভালোভাবে থাকতে পারি ও মানুষের কল্যাণে কাজ করতে পারি, সবাই এই দোয়া করবেন। ’

তিনি আরও বলেন, ‘আমার ঘাড়ে ও বুকে সমস্যাগুলো ছিল। এখন তা মোটামুটি ভালো। ’

এক প্রশ্নের উত্তরে স্বর্ণা বলেন, ‘আমি ভালো আছি, আলহামদুল্লিল্লাহ। দুর্ঘটনায় অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয়েছি। কাশি এখন কমার পথে। মোটামুটি ভালো আছি। কয়েকদিন পর চিকিৎসক আমাকে ফলোআপের জন্য আসতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।