ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

১৫ হাজার ইয়াবাসহ কেরানীগঞ্জে ৩ বিক্রেতা গ্রেফতার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, মার্চ ২৮, ২০১৮
১৫ হাজার ইয়াবাসহ কেরানীগঞ্জে ৩ বিক্রেতা গ্রেফতার গ্রেফতার তিন মাদক বিক্রেতা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান। এর আগে ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রিয়াজ (৩২), মোফাজ্জল হোসেন (৩২) ও মুন্না (২২)।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক ভজেন্দ্রনাথ ভদ্রের নেতৃত্বে উপ পরিদর্শক বিপুল চন্দ্র ও সুজিত সরকার ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।