ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, মার্চ ২৮, ২০১৮
বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২৭ মার্চ) কলেজ মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু উবাইদ মুহম্মদ মুহসিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ওয়াহিদা হাসিন, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বেলায়েত হোসেন, মাইক্রোবায়োলজি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. নুরুল আলম, ফিজিওলজি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক পারভীন খাতুন, স্ত্রীরোগ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুমানা শেখ, এনাটমি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ওমর ফারুক, ফার্মাকোলজি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজিয়া আফরোজ ও মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় কুমার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।