ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে বিষপানে কিশোরীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, মার্চ ২৭, ২০১৮
চুনারুঘাটে বিষপানে কিশোরীর আত্মহত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বসন্তপুর গ্রামে শেফুল আক্তার (১৬) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেফুল উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুস শহীদের মেয়ে।

শেফুল আক্তারের বাবার বরাত দিয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ, উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে পরিবারের অগোচরে তিনি বিষপান করে ছটফট করতে থাকেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতে মরদেহের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি অবগত আছি, তবে এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।