ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

গৌরীপুরে এসআইকে ছুরিকাঘাত করে পালালো মাদক বিক্রেতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, মার্চ ২৭, ২০১৮
গৌরীপুরে এসআইকে ছুরিকাঘাত করে পালালো মাদক বিক্রেতা 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে আসাদুজ্জামান আসাদ (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক মাদক বিক্রেতা। 

মঙ্গলবার (২৭ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার জেলখানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 
 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই আসাদুজ্জামান ওই এলাকায় উজ্জ্বল নামে এক মাদক বিক্রেতাকে ধরতে যায়। এ সময় তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে ওই মাদক মামলার আসামি পালিয়ে যায়।   

মমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, হাসপাতালে ভর্তি হওয়া এসআই আসাদের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষণের কারণে ব্লাডের ভলিউম কমে গেছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।