ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ফ্লাইট বিএস২১১: তথ্য জানতে কল করুন হটলাইনে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মার্চ ১২, ২০১৮
ফ্লাইট বিএস২১১: তথ্য জানতে কল করুন হটলাইনে হটলাইন

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্তের ঘটনায় তথ্য জানাতে হটলাইন চালু করেছে সরকার। ফ্লাইটটিতে থাকা যাত্রীদের স্বজনরা বাংলাদেশি এ হটলাইনে কল করে সার্বিক খোঁজখবর নিতে পারবেন।

সোমবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লেন দুর্ঘটনার সার্বিক তথ্য জানা যাবে +8801912062966 (মো. মনিরুজ্জামান), +8801757682489 (এমজেএইচ জাবেদ) ও +8801553344588 (এম দেলোয়ার হোসেন) নম্বরে ফোন করে।

এর আগে দুর্ঘটনার পরপরই নেপালের জন্য হটলাইন চালু করেছে কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

নম্বরগুলো হলো +9779810100401 (আল আলামুল এমাম, কনসুলার) এবং +9779861467422 (অসিত বরণ সরকার, ফার্স্ট সেক্রেটারি)

ঢাকা থেকে যাওয়া প্লেনটি সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়ে। বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্লেনটি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।