ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নারীর ক্ষমতায়নে পুরুষদের এগিয়ে আসতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মার্চ ১২, ২০১৮
নারীর ক্ষমতায়নে পুরুষদের এগিয়ে আসতে হবে বক্তব্য রাখছেন ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমান যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ মাত্র ৩৫ শতাংশের কাছাকাছি। বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক ও দৃষ্টিভঙ্গিগত বাধার কারণে ব্যহত হচ্ছে নারীর ক্ষমতায়ন। তাই এসব বাধাকে অপসারণ করতে নারীর অধিকার আদায়ের যে লড়াই, তাতে নারীর পাশাপাশি পুরুষদেরও সামিল হতে হবে।
 

সোমবার (১২ মার্চ) রাজধানীর আফতাবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘টাইম ইজ নাউ: রুরাল অ্যান্ড আরবান অ্যাক্টিভিস্ট ট্রান্সফরমিং ওমেন্স লিভস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এ সভার আয়োজন করে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর অধিকার মানবাধিকার, তাই এই অধিকার প্রতিষ্ঠায় সবাইকেই কাজ করতে হবে।  
 
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ এবং উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআইজে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।