ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

জামালপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, মার্চ ১২, ২০১৮
জামালপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২

জামালপুর: জামালপুর সদরে গ্রাম্য শালিস চলাকালে দু’পক্ষের মধ্যে সংষর্ষে মাতব্বর বাবর আলী (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবর আলী জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা ও ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, দিগপাইত ইউনিয়নের শাহাপাড়া গ্রামের কাজেম উদ্দিন ও ময়েজ উদ্দিনের মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বাবর আলী উভয়পক্ষকে ডেকে মিমাংসার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ময়েজ উদ্দিনের এক সমর্থক বাবর আলীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাজেম উদ্দিন ও তার ছেলে জুলমত আলীকে আটক করেছে পুলিশ।

নারায়নপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, বাবর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।