ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বাউফলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, মার্চ ১২, ২০১৮
বাউফলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতের আঁধারে ঘরের ভেতরে ঢুকে আবুল কালাম খান (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বোন রীনা বেগমকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। 

রোববার (১১ মার্চ) দিনগত রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

সোমবার (১২ মার্চ) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এদিকে, আহত রীনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাতে দুর্বৃত্তরা রাজা খানের ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তার মেয়ে রীনা টের পেয়ে তার বাবাকে ডাক দিলে দুর্বৃত্তরা তার মাথায় ও দুই হাতে আঘাত করে। পরে তার হাত-পা খাটের সঙ্গে বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে আটকে রাখে। এ ঘটনা টের পেয়ে ঘরের অপর কক্ষে থাকা রীনার ভাই কালাম চিৎকার শুরু করে। এ সয়ম দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।  

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বোনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত বলেও জানান ওসি মনিরুল।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।