ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

শিক্ষা-ব্যবস্থা জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, মার্চ ১২, ২০১৮
শিক্ষা-ব্যবস্থা জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ রাজশাহীতে বিক্ষোভ-মিছিল

রাজশাহী: শিক্ষা-ব্যবস্থা জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (১২ মার্চ) সকাল ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জিরোপয়েন্টে গিয়ে এ মানববন্ধন করে।

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপিতত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ফ্রন্টের চারঘাট, বাঘা, মোহনপুর, গোদাগাড়ী ও বাগমারাসহ সব উপজেলা থেকে আসা শিক্ষক নেতারা।  

বক্তারা বলেন, ‘নো বিসিএস, নো ক্যাডার’ আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। এটা সরকারকে বেকায়দায় ফেলার কৌশল। যেহেতু সব শিক্ষকই সরকারি বিধি মেনে চাকরিতে প্রবেশ করে, সে কারণে কাউকে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই উচিত নয়।  

বক্তারা চলমান আন্দোলন সফল করতে ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।