ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রাজনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৮, মার্চ ১২, ২০১৮
রাজনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে পাখি মিয়া (২৫) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মার্চ) রাতে উপজেলার খেয়াঘাট বাজার থেকে রাজনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি সোমবার (১২ মার্চ) সকালে বাংলানিউজকে নিশ্চিত করেছে পুলিশ।

পাখি মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আশ্রমশ্রী গ্রামের আকবর মিয়ার ছেলে।

রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) ইমাম হোসাইন বাংলানিউজকে জানান, পাখি মিয়ার বিরুদ্ধে একটি জিআর মামলায় এক মাসের সাজা দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।