ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে স্পিডবোট চালু রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, মার্চ ১১, ২০১৮
কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে স্পিডবোট চালু রাখার দাবি স্পিডবোট চালু রাখার দাবি মানববন্ধন কর্মসূচি

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে স্থায়ীভাবে স্পিডবোট লাইন চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে শতাধিক লোক অংশ নেয়।

অংশগ্রহণকারীদের দাবি, অস্থায়ী অনুমতি নিয়ে উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে যাত্রী পারাপারের জন্য দুই সপ্তাহ আগে ব্যক্তি মালিকানাধীন স্পিডবোট চালু করা হয়েছে। তবে আরও সহজ যোগাযোগের জন্য নদী কেন্দ্রীক এ উপজেলায় স্থায়ীভাবে স্পিডবোট চলাচলে অনুমতি দেওয়ার প্রয়োজন। এতে করে এখানকার মানুষের জেলা শহর, বিভাগীয় শহর ও রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে দাবি তাদের।

উপকূলীয় জেলা রাঙ্গাবালী বৃহৎ ও উত্তাল বিভিন্ন নদী দিয়ে ঘেরা। বৈরি আবহাওয়ায় এসব নদীতে যাত্রী পারাপারে তেমন কোনো যান চলাচল করে না। আবার স্বাভাবিক সময়ে যে নৌযান চলাচল করে তাতে নদী পারি দিতেই দীর্ঘ সময় পার হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।