ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রী মতলবে উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, মার্চ ১১, ২০১৮
রূপগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রী মতলবে উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের ছয় দিন পর শারমিন আক্তার নামে এক স্কুলছাত্রীকে চাঁদপুরের মতলব থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী শাকিলকে গ্রেফতার করা হয়।  

রোববার (১১ মার্চ) সকালে তাকে উদ্ধার করা হয়। অপহৃত শারমিনের বাড়ি রূপগঞ্জ উপজেলায়।

গ্রেফতারকৃত শাকিল পার্শ্ববর্তী তারাইল এলাকার কামাল হোসেনের ছেলে।

অপহৃতার মা জানান, প্রায় সময় স্কুলে আসা-যাওয়ার পথে শারমিনকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতো শাকিল। এ বিষয়ে শারমিন তার পরিবারের সদস্যদের জানিয়েছেন। পরে পরিবারের সদস্যরা শাকিলের পরিবারের সদস্যদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল শারমিনকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেন। গত ৫ মার্চ রাতে বাড়ি থেকে শারমিনকে জোরপূর্বক মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যান শাকিল। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের পাননি। এ ঘটনায় শারমিনের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রূপগঞ্জ থানা পুলিশ চাঁদপুরের মতলব থেকে অপহৃত শারমিনকে উদ্ধার ও অপহরণকারী শাকিলকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শাকিলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।