ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে তিন দিনব্যাপী স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, মার্চ ১১, ২০১৮
গোপালগঞ্জে তিন দিনব্যাপী স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে তিন দিনব্যাপী স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তিন দিনব্যাপী শহীদুল ইসলাম চুন্নু স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার (১১ মার্চ) সকালে স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোপালগঞ্জ সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

সদর উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এতে মডারেটর ছিলেন কাজী হারুন-অর-রশিদ মিরন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, হাজি লাল মিয়া সিটি কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রনয় বালা, একই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওসমান আলী ফকির।

এ প্রতিযোগিতার বাছাই পর্ব চলছে। ১২ মার্চ সেমিফাইনাল ও ১৪ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।