ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, মার্চ ১১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আব্দুল হককে (৪৬) হত্যার দায়ে আব্দুল খালেক (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দীনের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল হককে মারধর করে বুকে ছুরিকাঘাত করেন আব্দুল খালেক। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল হককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আব্দুল হক মারা যান।  

ঘটনার দিনই আব্দুল হকের ছেলে শাহ আলম বাদী হয়ে আব্দুল খালেককে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল করিম তদন্ত শেষে ২০১২ সালের ১৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় রোববার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।