ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বোদায় ডাকাতের হামলায় স্ত্রীসহ সাবেক বিজিবি সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, মার্চ ১১, ২০১৮
বোদায় ডাকাতের হামলায় স্ত্রীসহ সাবেক বিজিবি সদস্য আহত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ডাকাতের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য আবুল হোসেন (৬৮) ও তার স্ত্রী রেহেনা বেগম (৫৫) আহত হয়েছেন।

জানা যায়, শনিবার (১০ মার্চ) দিনগত রাত ১টার দিকে উপজেলার নয়াদিঘী এলাকায় আবুল হোসেনের শোবার ঘরে সাত-আটজন ডাকাত হানা দেয়। এসময় ঘুমন্ত আবুল হোসেন ও তার স্ত্রীকে বেঁধে বেধরক মারধর করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায় তারা।

পরে তাদের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানান, ডাকাতরা তাদের একটি মোবাইল ফোন সেট ঘটনাস্থলে ফেলে গেছে। ওই ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।