ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

গণহত্যার রাতে ১ মিনিট ‘অন্ধকারে’ থাকবে সারাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৯, মার্চ ১১, ২০১৮
গণহত্যার রাতে ১ মিনিট ‘অন্ধকারে’ থাকবে সারাদেশ ২৫ মার্চ রাত ৯টায় পুরো দেশ এক মিনিটের জন্য থাকবে অন্ধকারে (প্রতীকী ছবি)

ঢাকা: একাত্তরে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা স্মরণে আগামী ২৫ মার্চ (রোববার) রাত ৯টায় সারাদেশে এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। 

রোববার (১১ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সমন্বয় সভার পর সাংবাদিকদের ব্রিফিং করছিলেন তিনি।

সাংবাদিকদের ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  ছবি: বাংলানিউজস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারই প্রথম ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হচ্ছে। ২৫ মার্চ রাত ৯টা থেকে এক মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে। কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ বন্ধ হবে না, ব্যক্তিপর্যায়ে সবাই তার বাতি নিভিয়ে দেবেন মাত্র এক মিনিটের জন্য। এটি প্রতীকী উদযাপন হতে যাচ্ছে।

তিনি জানান, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।