ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়িতে ইউপিডিএফ’র কালেক্টরকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, মার্চ ১১, ২০১৮
বাঘাইছড়িতে ইউপিডিএফ’র কালেক্টরকে কুপিয়ে হত্যা নতুন মণি চাকমা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দলীয় কোন্দলের জেরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কালেক্টর নতুন মণি চাকমাকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সহকারী কালেক্টর অমরত্মন চাকমা দর্শন (৩৫)।

রোববার (১১মার্চ) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (১০ মার্চ) দিনগত রাতে উপজেলার দুর্গম বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী এলাকায় মণি চাকমার বাড়িতে ঢুকে দলীয় কোন্দলের জেরে ইউপিডিএফ’র স্থানীয় সহকারী কালেক্টর অমরত্মন চাকমা কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি আমির হোসেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।