ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩১, মার্চ ১১, ২০১৮
দিনাজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রাম সাগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৯ পিস ইয়াবাসহ মো. মহিদুর রহমান (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা।

রোববার (১১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মহিদুর রাম সাগর পাইকপাড়া গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।  

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।