ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের দেখতে ব্ল্যানচেট আসছেন ১৭ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, মার্চ ১১, ২০১৮
রোহিঙ্গাদের দেখতে ব্ল্যানচেট আসছেন ১৭ মার্চ ইউএনএইচসিআর-এর এই শুভেচ্ছা দূত কেইট ব্ল্যানচেট। ছবি: সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ আসছেন হলিউড অভিনেত্রী কেইট ব্ল্যানচেট। আগামী ১৭ মার্চ (শনিবার) বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর এই শুভেচ্ছা দূত।

রোববার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।  

চারদিনের সফরে অস্কারজয়ী অস্ট্রেলীয় এই অভিনেত্রী কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সফরে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন শুরু হওয়ায় গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের নিরাপদে রাখাইনে  ফেরত পাঠাতে নেপিদোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
কেজেড/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।