ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সদরপুরে ভবন ধসে আহত স্কুলছাত্র শাহেদের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, মার্চ ১১, ২০১৮
সদরপুরে ভবন ধসে আহত স্কুলছাত্র শাহেদের মৃত্যু ফরিদপুর ভবন ধসে নিহত স্কুলছাত্র শাহেদ ফকির (ছবি: সংগৃহীত)

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন ধসে আহত স্কুলছাত্র শাহেদ ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (১১ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাহেদ ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও লোহারটেক গ্রামের উজ্জল ফকিরের ছেলে।

এর আগে শনিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত ভবন ধসে দুই ছাত্র আহত হয়। এরমধ্যে শাহেদের আশঙ্কাজনক হওয়ায় শনিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  

কিন্তু রোববার সকালে শাহেদ মারা যায় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন খান।

** ফরিদপুরে ভবন ধস, আহত ২ শিক্ষার্থী

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।