ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মার্চ ১০, ২০১৮
সড়ক দুর্ঘটনায় স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু

ঢাকা: রোগী দেখে ফেরার পথে রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১০ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নরু ইসলাম বাড়ি পটুয়াখালী হলেও তিনি স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে দক্ষিণ দনিয়া এলাকায় থাকতেন বলে জানা যায়।

মৃত ব্যক্তির জামাতা নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢামেকে ভর্তি হওয়া ভাইয়ের স্ত্রীকে দেখে বাসায় ফিরছিলেন নরু ইসলাম ও তার স্ত্রী হাজেরা বেগম। পথে দয়াগঞ্জ চৌরাস্তায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন নরু ইসলাম। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।